Thursday, March 3, 2016

কথোপকথন with reading partner | development of genital tract | StudyinGynae

"wolf মানে নেকড়ে। নেকড়ে একটা নিষ্ঠুর প্রাণী।তার মানে ওর মাঝে কোন কোমল ব্যাপার নাই। তাহলে wolffian তো ছেলেদেরই system হবে?"

আমার reading partner বল্ল আবার, "wolffian হল ছেলেদের genital tract, বুঝছিস?"

আমি খুবই বিরক্ত হলাম। বললাম, যা গাধা! এইভাবে নামকরণ হইছে নাকি genital tract এর? দাঁড়া, নেট দ্যাখ, wolffian মানে হল বিজ্ঞানী wolf এর আবিষ্কার। উনি আধুনিক embryology র জনক। আর mullerian কথাটা আসছে বিজ্ঞানী Muller থেকে।german বিজ্ঞানী। দ্যাখ, এই জন্য u এর উপরে দুই ফোঁটা। এইটা german অক্ষর। লেখা, ১৮৩০ সালে উনি প্রথমবার এই নামটা ব্যাবহার করেন। ১৮৩০!!! এখন ২০১৬। কয়শ বছর আগে চিন্তা করছিস?

রিডিং পার্টনার ভুরু কুঁচকে আছে-
আতলামি করিস না। তুই এইভাবে মনে রাখবি? বিজ্ঞানী wolf এর system? বিজ্ঞানী muller এর system? বল্, ছেলেদের কোনটা? মেয়েদের কোনটা?

আমি দুই বিজ্ঞানী নাম বিড়বিড় করে সব তথ্য গুলাতে লাগলাম। তারপর হেসে দিয়ে জিব কেটে বললাম, যাহ, ঠিক আছে, নেকড়ে থিওরী তে wolffian হল ছেলেদের.


পার্টনার গতি ফিরে পেয়েছে। বলে চলেছে, আর, মেয়েদেরটার নাম mullerian. মূলা? না, না, এইভাবে মনে রাখ, 'ম'হিলাদের 'মূ'ল system হল mullerian system.
আমি হো হো করে হেসে বললাম, মহিলা দের মূল সিস্টেম- মূলারিয়ান সিস্টেম???
ও এখনো সিরিয়াস। বল্ল, হুম, এখন mesonephric আর paramesonephric এর ব্যাপারটা বল?
আমি বললাম, নিশ্চয়ই বলবি, এখানেও 'ম' থিওরী? মহিলা-মুলারিয়ান- মেসোনেফ্রিক??
না। এখানেই আসল প্যারা।
মানে?
মানে তুই এত সহজে এই তথ্য মনে রাখবি, এইটা কি কিছু হইল? জীবনে একটা প্যারা থাকবেনা? তাই mullerian duct এর আরেকনাম 'প্যারা-mesonephric duct'
তাছাড়া মহিলাদের জীবন পুরাটাই 'প্যারা-ময়। তাই paramesonphric ও মহিলাদের।
আমি বললাম, তুই আমার মাথাটা না নষ্টই করে ফেলবি! শোন--
মানব ভ্রূণ যদি ছেলে হয়ে বেড়ে উঠতে না পারে, তবেই কেবল সে মেয়ে হতে পারে, এমন একটা কথা পড়েছিলি, মনে আছে? SRY gene----> y chromosome-----+> short arm enzyme, মনে আছে?
হুম।
তাহলে আগে mesonephric duct তৈরী হতে থাকবে, মানে, ছেলে। তারপর, যখন দেখবে, আরে?! এ তো XX human, ওর mesonephric duct দরকার নাই, ওর নতুন duct লাগবে।
তখন mesonephric মুছে যাবে, তৈরী হবে paramesonephric duct, clear??
আমার reading partner গম্ভীর হয়ে শুনছিল। বল্ল, বুঝলাম।





তারপর, হঠাত আমাকে এটাক করল। বল্ল,
বল্ দেখি?-এক সেকেন্ড কিন্তু সময়।mesonephric কি তাহলে wolffian না mullerian?
আমি প্রশ্নই ধরতে পারিনাই। কি কি করছি
ও তাড়া দিচ্ছে, বল্ এখনি! সময় নাই। কোনটা কি? ধর তুই পরীক্ষার হলে। এক সেকেন্ডে টিক দিতে হবে। বল্
আমার মাথা পুরা হ্যাং হয়ে গেল।
আগে হাত তুলে ওকে থামিয়ে দিয়ে বাধ্য মেয়ের মত বললাম,
'ম'হিলা--- 'মু'লারিয়ান---'প্যারা' মেসোনেফ্রিক ডাক্ট
 

খুশি?


[photo source: internet]