Pregnancy test (+)ve মানে urine বা bloodএ hCG র উপস্থিতি
আছে।
hCG = human Chorionic
Gonado tropin
Chemically: Glyco-Protein
Amino acid: ২৩৭ টা। অনেক বড়, ৩৬হাজার থেকে ৪০হাজার ডাল্টন এর ওজন।
২৩৭ টা Amino acid-এর মাঝে ৯২টা
বানায় non specific ‘α’ subunit মানে গড়ন আর
কাজে অন্যদের থেকে আলাদা করা যাবেনা (Luleinizing,
Follicle stimulating আর Thyroid Stimulating হরমোনের সাথে মিল আছে)
আর বাকি ১৪৫ টা হল hCGর একদম নিজের
আপনা লোক।‘β’ subunit . কারো সাথে
মিলবেনা। মানে আসলে β অংশ আছে বলেই সে hCG,
না হলে LH,
FSH বা TSH
ভেবে ভুল করতাম।
Pregnancy test এ এই β’ subunit দেখেই আমরা
নিশ্চিত হতে পারি, মায়ের শরীরে placenta তৈরী হচ্ছে।
hCGর উৎপত্তিস্থলঃ placenta
(নামেই chorionic
আছে)
Placentaর ঠিক কোথা থেকে? – syncytiotrophoblast.
Gonado-trophin: মানে fetusএর gonad তৈরিতে বা sex
determinationএ ভূমিকা আছে। আসলে external genitalia বানাতে ভূমিকা আছে, gonad নিরধারণে না।বাচ্চা
genetically ছেলে না মেয়ে তা তো fertilizationএর সময়ি ঠিক হয়ে যায় (XY
না XX)
কিন্তু external
genitalia male দিকে যাবে কিনা, তা
ঠিক করতে hCGর কারিশমা আছে।
কিভাবে?-
Developing male fetusএর testes এর Leydig cell কে stimulate
করে সে testosterone
বানাতে বলে।
hCGই কি শুধু এই stimulation
দেয়?
না। fetal pituitary থেকে gonadotropin (FSH/ LH) আসতে হবে।
তার মানে male fetus এর genitalia বানানোর
ক্ষেত্রে hCG gonadotropinএর কাজটা করে।
‘α’ subunit থাকায় hCGর TSHএর মত কাজ
আছে। সে maternal thyroid কে stimulate
করে। লক্ষণীয়, মায়ের thyroid, বাচ্চার না।
তাহলে কি এই hCG ‘Thyroid dysfunction in pregnancy’র সাথে জড়িত? চ্যাপ্টার খুলে তেমন কোন প্রমাণ পেলাম না।তাহলে
হয়ত thyroid stimulation এর ব্যাপারটা mild ধরণের হয়।
Detectable amount এ hCG আসে fertilization
এর সপ্তাহখানিক পর থেকে (8-9day) এমনিতে, fertilization
না হলে একটা ovum
এর গড়ে ১দিন বাঁচার কথা (১২ থেকে ২৪ ঘন্টা)
আর ভালোমত hCG আসে ৬ সপ্তাহ থেকে। তাহলে এতদিন zygote টা টিকল
কেমনে?
-Corpus Luteum, ovum এর পুরান বাড়ি,সে Progesterone
supply দেয়।
Fertilization এর সপ্তাহ খানেকের মধ্যে hCG
তৈরি হতে হতে corpus luteumকে খবর পাঠায়,
ভাই, degenerate কইরেননা, আমরা আছি এইদিকে, আপনি progesterone supply দিতে থাকেন,আর প্লিজ ovarian
cycleটা বন্ধ রাখেন। আর মনে কিছু নিয়েননা, কিছু relaxin কি বানাইতে
পারবেন?
Relaxin, আরেকটা protein
hormone, তৈরি হয় Corpus Luteum, Decidua আর Placenta থেকে। সে pelvis এর joint গুলা ঢিলাঢালা করে দিতে শুরু করে enlarging uterus আর increasing body weight কে সাপোর্ট দিতে আর deliveryর জন্য flexible করতে। শুরু হয় মায়ের কোমর ব্যথা আর তলপেটে চিনচিনে
ব্যথা।
৬ সপ্তাহ পর আর corpus
luteum লাগবেনা, placenta
নিজেই যথেষ্ট।
pregnancy তে কি সবার প্রথমে এই hCG
তৈরি হয়?
-না। এটা সহজে detect করা যায়।
সবচেয়ে প্রথমে তৈরী হয় Early Pregnancy Factor.মায়ের ovary আর activated
platelet থেকে, fertilization এর ৬ থেকে ২৪ ঘন্টা পরেই এই প্রোটিন মহানন্দে blood এ ঘুরে বেড়ায়,
conception হয়েছে এই খুশির খবর দেয়ার জন্যই শুধু না, সাথে একটু মাস্তানিও করে, খবরদার,
conceptusকে immune rejection করা যাবেনা।
অর্থাৎ, Early Pregnancy
Factor আসলে immunosuppressive.
এই কাজে আরো কিছু সহকারী আছে, syncytio থেকে আসা Pg Associated Plasma Protein- A (PAPPA), Growth Factor
আর Pg
Specific β1 Glycoprotein (PS β1G)
এদের মাঝে Pg Specific β1 Glycoprotein (PS β1G) খুব তাড়াতাড়ি blood এ detect করা যায়, ovulation
এর ১৮ থেকে ২০ দিনে, মানে conceptionএর প্রথম তিন
দিনে।
সম্ভবত এই প্রোটিন
গুলোকে detect করার প্রয়োজনীয় জিনিসপত্র আমাদের দেশে নাই, তাই আমরা pregnancy detectionএর জিন্য hCGর দিকেই তাকিয়ে থাকি।hCGর test সস্তাও।
Pregnancyতে যেসব steroid
hormone দরকার, (oestrogen, progesterone) তা sitmulate করে hCG. অর্থাৎ মায়ের adrenal
আর placentaকে steroid তৈরির প্রণোদনা দেয়।
hCGর পরিমাণঃ
fertilizationএর সপ্তাহখানিক পর থেকেই রক্তে detectable amount এ hCG ঘুরতে থাকে,RIAর মাধ্যমে তা মাপা যায়। তখন পরিমাণ খুব কম থাকে বলেই strip test এ আসেনা।
অর্থাৎ conceptionএর প্রথম সাত দিনে বাড়িতে কাঠি পরীক্ষা negative আসতে পারে।কিন্তু
এত আগেই বোধহয় কেউ কাঠি পরীক্ষা করেন না।
period missed হলে করেন।
অনেকেই জানতে চান, strip test কখন করাতে হয়?
Ideal হল missed
period এর দুই সপ্তাহ পর, মানে শেষ মাসিকের 44তম দিনে।
ততদিনে pregnancy (+)ve না (-)ve তা সিদ্ধান্ত নেয়ার মত যথেষ্ট পরিমাণ hCG তৈরি হয়ে
গেছে।
৬সপ্তাহের আগে কি strip test (+)ve আসতে পারে?
পারে। কারণ early pregnancyতে hCG তৈরির rate খুবই দ্রুত। মাত্র দেড় থেকে দুইদিন hCGর পরিমাণ double হয়ে যায়।
আড়াই মাস পর্যন্ত (10 wk বা 70 days)hCG শুধু বাড়তেই
থাকে। তখন blood এ আর urineএ ১০০ থেকে ২০০ IU/ml
পর্যন্ত hCG
তৈরী হয়। আড়াই মাস থেকে আবার hCG fall হতে থাকে।fall হতে হতে সাড়ে
আঠারো সপ্তাহে (ধরি ১৮তে) ১০ থেকে ২০ IU/ml
তে আসে। এরপর এই কম লেভেলেই থাকতে থাকে।৩২সপ্তাহে আবার hCGর একটা peak উঠতে দেখা যায়।
৩২ এ এই বাড়তি hCG অবশ্য কি কাজ
করে বুঝতে পারিনি। হয়ত fetus এর weight
gain এর সাথে সাথে ওর আগের কাজগুলিই বেশি বেশি
করতে হতে পারে।
hCGর half life
৩৬ ঘন্টা বা দেড় দিন।
ডেলিভারীর পর মায়ের blood থেকে সম্পূর্ণভাবে hCG
মিলিয়ে যাওয়ার শেষ সময় হল দুই সপ্তাহ।
যেখানে placental tissueর পরিমাণ বেশি, সেসব ক্ষেত্রে মাত্রাতিরিক্ত hCG আসতে থাকে,
যেমন- multiple pregnancy,
Hydatidiform mole, Choriocarcinoma
স্বাভাবিকের চেয়ে
তুলনামূলকভাবে বেশি hCG তৈরি হলে সন্দেহ করতে হবে—Down’s syndrome না তো?
আর কম কম hCG পাওয়া যায়- ectopic Pg আর abortion এর case
গুলোতে.
আরেকটা প্রয়োজনীয়
প্রোটিন হরমোন হল HPL
Human Placental Lactogen
তৈরির site: placenta- - Syncytiotrophoblast
আরেক নাম- Human Chorionic Somato-mammo-trophin
Somato- মানে babyর growthএ help করবে, function
Growth hormone এর মত
কিভাবে কাজটা করে?- by anti- insulin activity
অর্থাৎ high level এর insulin যখন বসে বসে
প্রোটিন বানাতে থাকে। সেখানে hPL তার anti –insulin
action এর মাধ্যমে প্রোটিন বানাতে না দিয়ে amino acid, glucose সব fetus কে supply দিবে (সাথে lipolysisও করবে)। বাচ্চার দিকে এই amino
acid আর glucose
এসে somato
অর্থাৎ bodily
development করবে।
Mammo-trophin: অর্থাৎ maternal
breast tissue development করবে for future lactation.
অর্থাৎ function হল prolactin এর মত।
এছাড়া hPL হল potent angiogenic মানে, fetus এর vasculature
তৈরিতে help
করে।
hCGর hPL মত pregnancyর বিভিন্ন সময়ে বিভিন্ন লেভেলে থাকেনা, বরং শুরুতে ৫ µgm/dl থেকে pregnancy duration বাড়ার সাথে সাথে সমানুপাতিক হারে বাড়তে বাড়তে ৩৬ সপ্তাহে highest ২৫ µgm/dl হয়।
অর্থাৎ placneta থেকে যেসব hormone তৈরী হয়,
তাদের প্রথমে দুইভাগে ভাগ করা যায়- protein আর steroid
Steroid hormone মাত্র তিনটা- Oestrogen,
Progesterone আর Cortisol
Protein hormone হল এক দল।
cyto
chemical origin হিসাবে ভাগ করতে গেলে
দেখা যায়-
১) কিছু হরমোন Hypothalamus এর ‘releasing’ hormone এর মত- CRH, GnRH, TRH, GHRH
২) কিছু হরমোন pituitaryর মত- ACTH, hCG, hPL,hCT
(Protein hormone উৎপাদনের জন্য placentaর একটা নিজস্ব controlling
system আছে দেখছি)
৩)কিছু আছে Pregnancy Protein- (PS β1G), PAPP-A, Relaxin, Prolactin, ANP, EFP
৪)কিছু আছে Growth Factor- inhibin, Activin, TGF- β, IGF-1,2, EGF
এইত গেল placentaর প্রোটিন
হরমোনের ক্যাঁচাল
আর steroid hormone? সেইটা আরেক দিন।
[photo source: internet]
Nice informative article
ReplyDeletethankyou sir
Delete