Friday, September 23, 2016

Rh (-ve) কাসুন্দি | StudyinGynae



সব immunityই ভাল, বাচ্চাদের টীকা কেন্দ্রে নিয়ে গিয়ে গিয়ে immunized করা হয়, মায়েদেরো টিটেনাসের টীকা দেয়া হয়, কিন্তু বাচ্চার রক্তের বিরুদ্ধে immunized হওয়া (শরীরে Ig তৈরী রাখা) কি (Rh-ve) মায়ের জন্য ভাল?
-না।

Rh antibody রক্তে থাকার কথা না। normally. তৈরী হয় যদি মায়ের mismatched blood transfusion হয়, বা বাচ্চা পজিটিভ হলে।

Immunity হয় দুই ধাপে-
Sensitization--  মায়ের ICC গুলি sensitize হতে ১ সপ্তাহ সময় লাগে।
Immunization- 2nd exposure এ মা more sensitive anti D antibody  তৈরী করে।


আমরা জানি গরভাবস্থায় মা আর বাচ্চার রক্ত কখনো পুরোপুরি মিশে যায়না।
তাই এই Antigen- Antibody reaction তখনই হবে যখন feto- maternal bleeding হবে।

কখন feto maternal bleeding হয়?
১। miscarriage
2. ectopic
3. Molar Pg
4 MTP (medical termination of pg)
অর্থাৎ কয়েকটা 1st and 2nd trimester mishap
5.Genetic Amniocentesis
6. Cordocentesis
7.CVS
অর্থাৎ কয়েকটা intervention
8. External cephalic version- অর্থাৎ non intervention
9.Placenta preivia with bleeding
10. Abruptio Placentae
অর্থাৎ Placental site এ গন্ডগোল
১১।Abdominal trauma- মারামারি বা এক্সিডেন্ট, বা মা পড়ে গেলে
১২।during delivery

Deliveryr সময়ে তিন সময়ে এই ব্লিডিং এর চান্স আরো বেশি-
১। নরমাল ডেলিভারির সময়ে 3rd stage এ। মানে প্লাসেন্টা separate হয়ে placenta delivery পর্যন্ত সময়। এই সময়ে সাইনাস গুলি খুলে যায়। দুইজনের রক্ত মিশার চান্স আরো বেশি
২। manual removal of placenta- ward retain placneta নিয়ে আসলে আগে গ্রুপ দেখতে হবে।
৩। সিজারিয়ান ডেলিভারি


তবে recent study বলে যে, পুরো প্রেগন্যান্সি সময়েই continuous feto- maternal bleeding হতে পারে ।তবে খুব কম জনে। ১০০ জনে ১ জন।
তাই conception এর মাসখানেক পরেই (৩৮ দিনে) মায়ের রক্তে Rh antigen এসে পড়তে পারে।

এই bleeding অন্তত ০.১ মিলি হলেই সেটা ভয়ের। মানে এক চা চামচের পঞ্চাশ ভাগের এক ভাগের সমান। এর কম হলে কোন ভয় নেই

মায়ের যদি এবোরশন হয়, তাহলে মা sensitize hoye যায়
Spontaneous ab এ রিস্ক কম (৩-৪%)
Induced এর তুলনায় (৫%)

তবে রিস্কে থাকা সব মা ই আন্টিবডি বানাতে পারেনা।১০০ জনে মাত্র ১৭ জন isoimmunized হয়ে এটাকের জন্য রেডি থাকে। বাকিদের বাচ্চারা কেন affected  হয়না প্রশ্নে ৬টি কথা আছে (বাচ্চা থেকে মায়ের দিকে চিন্তা করুন)-

১। বাচ্চা পজিটিভ, Rh Ag এর ছড়াছড়ি। কিন্তু Feto maternal bleeding হয়েছে খুব কম। feto mat bleeding, মানে fetus থেকে মায়ের শরীরে ব্লিডিং। কম মানে ০.১ মিলির কম

২। যে এন্টিজেন বাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সেটা দুর্বল। মানে তার জেনেটিক চেহারা যদি হয় CDe/cde

৩। প্লাসেন্টা খুব শক্তিশালী। সে এন্টিজেন ঢুকতে দিবেওনা এন্টিবডি বের হতে দিবেনা।

৪। মায়ের respond করার মন নাই। যত খুশি এন্টিজেন আসুক, মা কিছুই বলবে না।মানে Immuno competent cell, যেগুলো sensitise হলেই ঝামেলা শুরু, তারা জন্মগত ভাবে দুর্বল। inborn inability to respond
৫। মা এন্টিবডি বানিয়েছে ঠিক আছে, কিন্তু এন্টিবডি কাজ করছেনা।খেলনা বন্দুক হাতে সৈন্য এরা। immunological non responder. 30%

৬। মা বাচ্চার ABO গ্রুপে ঝামেলা

মা O
এন্টিজেন নাই, এন্টিবডি দুইটা
বাচ্চা A / B/ বা AB
ফলাফল- fetal cell  ABO যুদ্ধে নিহত। Rh যদ্ধের জন্য যথেষ্ট Ag ওলা RBC বেঁচে নেই
আর মায়ের anti A আর Anti B গিয়ে Rh antigen কে এমন ঘায়েল করে যে সেটা আর immunogenic  থাকেনা

তাহলে তো অবস্থাদৃষ্টে O(-ve) মায়ের ABO (+ve) বাচ্চারা haemolytic disease এর হাত থেকে নিরাপদ বলেই মনে হচ্ছে

[theory: D.C Dutta textbook of Obs]
[photo source : internet]

No comments:

Post a Comment